কিছুদিন আগেই মাদক পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ভারতীয় বক্সিং তারকা ভিজেন্দ্র সিং। ওই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। আর খুব শীঘ্রই ভিজেন্দ্রকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন অক্ষয়। খবর মুম্বাই মিররের।
আসন্ন ‘ফুগলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অলিম্পিকজয়ী ওই বক্সার। সিনেমাটি প্রযোজনা করবেন অক্ষয় কুমার এবং পরিচালনা করবেন কবির সদানন্দ।
অন্য একটি মাদক পাচার দলের সঙ্গে ভিজেন্দ্র যুক্ত থাকতে পারেন, পুলিশের এমন সন্দেহের শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকেই তার ক্যারিয়ারের পতন শুরু হয়। তবে আশা করা যায়, অক্ষয়ের এ উদ্যোগে আবারও উঠে আসবেন বক্সার ভিজেন্দ্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।