আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে জলিল কাক্কু ধরা খাইলেন

সমসাম্প্রতিক বিভিন্ন বিষয়ে খুটিখাটি

অবশেষে আওয়ামীলীগ সাধারণ সম্পাদ আব্দুল জলিল কাক্কু ধরা খাইল। এইবার কাক্কু আপনের খবর আছে, কারন আপনে বিএনপি সরকারের যেমন পেন খুলতে গিয়া আপনের নিজের পায়জামা খুইলা গেছিল তার পরেও আপনের সরম হয় নাই। এইবার চাইছিলেন কেয়ারটেকার সরকারের পনে খুলবেন.. কিন্তু পরলেন না। এইবার আপনের বন্ধু লাম্বা লাম্ব আর খারা খারা চুল আলা বাবর মিয়ার লগে জেলে বইয়া লেবেন চুশ খানগা। আব নিজের ব্যাংক সহ অন্যের ব্যাংকে কয় টেকা রাখছেন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন। মিয়া আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে অনেক জালাইছেন আর অনেক চুরি করছেন এই বার দেহেন কত ধানে কত চাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।