আমাদের কথা খুঁজে নিন

   

বীক্ষণে শিমুলের প্রোফাইলের এ কেমন কথা!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বীক্ষণের নতুন সংখ্যায় আনোয়ার সাদাত শিমুলের সন্বন্ধে বলা হয়েছে, "লেখালেখি-ভাবনায় ভীষণভাবে মাসকাওয়াথ আহসানের প্রভাব রয়েছে"। এটা পড়ে আমার আক্কেল গুড়ুম! মাসকাওয়াথ আহসানের লেখা পড়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু সে আলাদা ট্রেন্ড চালু করেছে এমনটা আমার মনে হয়নি। শিমুলের লেখা ও মাসকাওয়াথের লেখা আলাদা স্বকীয়তায়, এবং এদের দুজনের লেখাই আরো অনেকের লেখার মত, কিন্তু মাসকাওয়াথকে এভাবে স্মরণ করায় আমার বীক্ষণের সম্পাদকদের সাহিত্য নৈতিকতা নিয়ে সন্দেহ হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। জানি না শিমুল তার প্রোফাইল নিজে লিখেছে কিনা, তবে আমার প্রোফাইল আমি নিজে লিখেছিলাম হিসাবেও বুঝতে কষ্ট হচ্ছে শিমূল কি নিজে এটা লিখেছে! যদি লিখে থাকে তবে এটা শিশুসুলভ হয়েছেও বলতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.