আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকালই অভিষেক বেলের

মাত্র কয়েক মাস আগেও গ্যারেথ বেল ছিলেন শুধুই একজন প্রতিভাবান তারকা ফুটবলার। সক্ষমতার প্রমাণ দিয়ে গত মৌসুমে জিতেছিলেন ইংলিশ ফুটবলের তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে সেটা হইচই ফেলে দেওয়ার মতো কিছু ছিল না নিঃসন্দেহে। কিন্তু এখন ওয়েলসের এই উইঙ্গারই কেড়ে নিয়েছেন পুরো ফুটবলজগতের মনোযোগ। তিনিই যে এখন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

‘হানড্র্রেড মিলিয়ন ম্যান’। ১০০ মিলিয়ন ইউরো খরচ করে বেলকে দলে ভেড়ানোর জন্য সমালোচনাও সহ্য করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সেসব সমালোচনার জবাবটা মাঠেই দিতে হবে বেলকে। সেই সুযোগটা হয়তো আগামীকালই পেয়ে যাবেন রিয়ালের নতুন ‘১১ নম্বর’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচেই অভিষেকটা হয়ে যাবে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।