অচেনা পথে হাটতে চাই অনেক দুর
নিমগ্ন কোন ধ্যানে ছুটছে পেছনের স্মৃতি
রাত পোহাবার দেরী এসো কথা বলি
অন্ধকার ঘরের কোণটা বেশ অস্বস্তি লাগছে
পাশ ফিরে চাইনি যদি ভোর হয়ে যায়
সাজানো কথামালা জুড়ে তারাদের পথচলা
আয়নার সামনে বসে কোন রুপকের রুপকথা।
তোমার বাচাল স্বভাবটা আজ কোথায়?
শতাব্দী পার হয়ে যাওয়া আমার রুপীকা
খোলা জানালা যেন আকাশের দিকে তাকিয়ে
অবাধ্য চোখ বুঝি আজ শুধুই দেখতে চায়
উড়ে যাওয়া তোমার আমার কুহেলি সুরগুলো
অথবা কি ছুঁয়ে যেতে চায় কুয়াশা ভেজা কাশবন।
এমন ও কি হয়-
নাকি খুজে নেব আমি রুপকথার একলা পথিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।