পরিবর্তনের জন্য লেখালেখি
পানে পানি নেই আর, সব জল
তালু দেখায় আজ শব করতল
করতলে তালু সেঁটে ব্রহ্মার ঠিকুজি
ঘুরে ফিরে সেঁকা আজগুবি মেঘদল
ব্রহ্মিনী ঠোঁটে তোলে আগুন শীতল ।
শাস্ত্র নাব্য ভাবে দ্বিতীয় আঁচল !
[ "ব্যক্তি হিসাবে স্বগোক্তি করতে থাকলে ,সেটা একটা পর্যায়ের পরে আর গদ্য থাকে না" - উক্তিটা অনন্যসাধারন কবি , সহব্লগার সুমন চৌধুরির । কথোপকথনে মিলেছিলাম বহুদিন পর। তার একটা অংশ তুলে দিলাম । বদ্দার সূত্র মেনে , দেখুন তো কাব্য হলো কিনা ! কোন অংশ কে লিখেছে , উহ্য রইলো ।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।