http://www.myspace.com/423882880/music/songs/31785002
আমি বেশ বুঝতে পারছি আমার ভেতরে কোথায় যেন একটা কিছু নষ্ট হয়ে আছে। অযাচিত মৃত্যুর মতো মুখ থুবড়ে পড়ে আছে আমার সতেজ তারুণ্য, আমার স্বাপ্নিক বোধ, বেঁচে থাকার সরল স্বাধ।
উত্তাল হাওয়ায় লাল সবুজের পতাকার দুরন্ত উড়াল দেখে একদিন এই মনটাকে খামচে ধরেছিলো স্বপ্ন। অথচ এখন খিস্তি খেউড় প্রিয় কতগুলো রাজনৈতিক, সমাজসেবীর মন ভুলানো মিথ্যে কথায় স্বপ্ন হয়ে উঠেছে অসহনীয় সংগ্রাম। সকালের সংবাদ পত্র প্রতিদিন ঘরে পৌছেঁ দিচ্ছে কতগুলো মৃত্যু, ধর্ষণ, জীবন্মৃত মানুষের পরাজিত গল্প।
এখন এদেশ ছাপান্ন হাজার বর্গমাইল আয়তনের লাশকাটা ঘর।
তিনি আমার বাবা যিনি প্রতি সন্ধ্যায় ফ্যাকাসে মুখে ঘরে ফেরেন। তিনি আমার মা যিনি বরাবরের মতো আঁতকে ওঠেন অজানা আশঙ্কায়। ও আমার ছোট ভাই, এখনো বুঝে ওঠেনি জীবনের জটিল সমীকরণ- দুঃসহ টানাপোড়েন।
জীবনের এই নিরুদ্দেশ যাত্রায় ছোটখাটো কত মৃত্যুই না ঘটে যাচ্ছে।
বেহায়ার মতো তবুও জেগে উঠি, হেঁটে বেড়াই, নিঃসৃত দীর্ঘশ্বাসে কবিতা ছুড়েঁ দিই।
এখন মরণেও রুচি নেই আমার! মরণ এখন বিস্বাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।