শালা এত বড় ধরাটা খাইলাম কেমতে বুজতাছি না। আকন্দ ভাইরে আমি সত্য ভাবছিলাম। একটা ধারনা ছিল ওনি ওকিল হোলেও হোতে পারে। সেই হিসাবে ওনার সাথে ছোটভাই সুলভ ব্যবহার করতে ছিলাম। আইজ হ্রী আকন্দ ভাইর হাই রেজুলেশন ফটো দিছে। ছবি দেইখা মনে হইল নেড়ী কুত্তার কামড় খাইলাম। আকন্দের এই ছবি হ্রী কই পাইল?
* আকন্দ কম রেজুলুশনের ছবি দিছিল আগে, পকেট সাইজ ছবি
* আসল ছবিটা ছিল আকন্দের কম্পিউটারে, এ্যার আগে কেও পোস্ট দেয় নাই
* হ্রী তাইলে আকন্দ নিজেই।
* হ্রী যদি আকন্দ হয় তাইলে আকন্দ কেডা? হেবো ছাগা, তিরভুজ নাকি ওয়ালি?
আরেক্টা তইথ্যঃ পলাইচ্চা (পলাশ) অখন আর পোস্টায় না। নাকি অয় আকন্দ নাম লইছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।