বন্ধুদের নিয়ে বাঁচি
মানবাধিকার সংগঠন অধিকার এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত ১২ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত জরুরী অবস্থার ১২০ দিনে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৮৯ জন নিহত হয়েছেন।এবং এক লাখ ৭৫ হাজার ৪শ ৩৫ ব্যক্তি গ্রেফতার হয়েছেন।যাদের মধ্যে মানবাধিকার জনিত গ্রেফতার ছাড়াও আইন ভঙ্গ করার কারণে গ্রেফতার রয়েছে।উল্লেখিত নিহত ৮৯ জনের মধ্যে র্যাবের হাতে ৪৯ জন,পুলিশের হাতে ২৩ জন,যৌথ বাহিনীর হাতে ৭ জন, সেনা বাহিনীর হাতে ৬ জন,নৌ বাহিনীর হাতে ৩ জন,এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে প্রান হারিয়েছেন।
অধিকারের রিপোর্ট অনুযায়ি,উল্লেখিত ৮৯ জন নিহত ব্যক্তির মধ্যে বিএনপির ৮জন,আওয়ামীলীগের ৪ জন,জনযুদ্ধের ৬জন,পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ৪ জন,লাল পতাকার ৩ জন,বিপ্লবী কমিউনিস্ট পার্টির ১জন,গণমুক্তি ফৌজের ২,জাতীয়২জন,জাতীয়সমাজ তান্ত্রিকদলের ১জন,শ্রমজীবী মুক্তি আন্দোলনের ৩জন,সর্বহারা পার্টির ৪জন এবং ১ জন মুক্তিযোদ্ধা, ১জন আধিবাসি নেতা ও একজন কথিত চরম পন্থি রয়েছেন।তাছাড়া অন্য গুপের সদস্যদের মধ্যে ৩ জন গাংচিল বাহিনীর,একজন মাছিম বাহিনীর একজন ,১জন হাজী বাহিনীর ও ১ জন সালাম বাহিনীর সদস্য।এছাড়া কথিত ৩ জন ছিনতাই কারি,১ জন জুয়ারি,২ জন মাদক ব্যবসায়ি,১০ জন ডাকাত এবং ১৭ জন কথিত অপরাধি রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।