এটি এন্ড টি ল্যাব এর ন্যাচারাল ভয়েস ট্যাক্স টু ভয়েস একটি চমৎকার ট্যাক্সটু ভয়েস ইঞ্জিন, আপনার যে কোন ইংরেজি লিখা প্রায় সব ফরম্যাটে এটি সাপোর্ট করে। চমৎকার ভাবে প্রায় মানুষের কন্ঠের মত এটি টেক্সট পড়ে যাবে। ইংরেজি এসব স্পিচ ইঞ্জিন দারুন একটা জিনিস। মাইক্রোসফ উন্ডোস ভিস্তাতেও এনা নামে একটি টেক্সট টু স্পিচ ভয়েস দিয়েছ এটিও খারাপ না ভালই। স্পিচ ইঞ্জিন গুলো বাক্য গুলোকে শব্দে ভাগকরে নেয় তার তা সিলেবলে ভাগ করে উচ্চারণ করে। বাংলাতে এরকম একটা ব্যাপার থাকলে ভালই হত। আমার মতে বাংলায় স্পিচ ইঞ্জিন বানালে তাতে বিপাশা হায়াতের মত কন্ঠ বানাতে পারলেই চমৎকার হবে।
দেখুন: নেক্সটআপ.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।