আমাদের কথা খুঁজে নিন

   

তাসনীম খলিলকে অবিলম্বে মুক্তি দেয়া হোক

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

সিএনএনের কাছে তাসনীমের স্ত্রী জানিয়েছেন, জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকের চারজন এসে তাসনীমকে গ্রেফতার করে, এবং কী অপরাধে তাঁকে গ্রেফতার করা হচ্ছে তা বলতে অস্বীকৃতি জানায়। তারা আরো হুমকি দেয়, এ ব্যাপারে চুপ না থাকলে আরো অনেক কিছু ঘটতে পারে। তারা সারা বাড়ি সন্ধান করে তাসনীমের পাসপোর্ট, সেলুলার ফোন, দু'টি ডেস্কটপ কম্পিউটার এবং যাবতীয় কাগজপত্র আর সিডি নিয়ে যায়। সম্ভবত তাসনীমকে সংসদভবনসংলগ্ন আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাসনীম খলিল একের পর এক অনুসন্ধানী রিপোর্ট দিয়েছেন বাংলাদেশে মানবাধিকার লুণ্ঠন ও আইনশৃঙ্খলারক্ষায় নিয়োজিত সশস্ত্র শক্তির হাতে নিগৃহীত বা নিহত মানুষদের ওপর। রাজনৈতিক লুটেরাদের নিয়েও তাঁর সাহসী লেখাগুলি আমাদের মুগ্ধতা জয় করেছে। তাসনীম একজন সাহসী মানুষ, যে সাহস আমরা অনেকেই নিজের মধ্যে লালনে অক্ষম। তাসনীম খলিলকে অবিলম্বে বিনা নির্যাতনে মুক্তি দেয়া হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।