যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই
এসব বিষয় বাংলায় পড়িনি। তাই জানি না ডিসকোর্স শব্দটির জন্য পাঠ্যপুস্তকে কোনো বাংলা পরিভাষা ব্যবহার হয় কিনা।
পরিভাষার বিষয়ে আমরা, মানে বাঙাল সমাজ, খুবই মৌলবাদী। পুরনো শব্দ নতুন অর্থে ব্যবহার করতে গেলে অনেকে তেড়ে আসেন। তাই এই সাবধানতামূলক পোস্ট।
ডিসকোর্স এবং ডিসকোর্স এ্যানালাইসিস ভাষাতাত্ত্বিকরাই ব্যবহার করা শুরু করেছিলেন টেক্সট এ্যানালাইসিসের কৌশল হিসেবে। এখন সমাজবিজ্ঞানীরা হরদম ব্যবহার করছেন। আমি একে টেনেটুনে নীতি বিশ্লেষণে ব্যবহারের চেষ্টা করেছি। আমি বলছি না, আমিই প্রথম, তবে আমার মত বেপথু কমই আছেন।
এখন সেই কথাগুলোই বাংলায় বলতে চাই, কিন্তু বাংলা শব্দ ব্যবহারের পক্ষে আমি।
বারবার ডিসকোর্স লেখতে নারাজ। এর অর্থ হিসেবে চিন্তাধারা শব্দটা ব্যবহার করতে চাই। ধ্যানধারণাও হতে পারে। আর শব্দ যদি বানাতে হয় তবে ভাবনাধারাও বলা যায়।
আপনাদের কোনো আপত্তি? অথবা মতামত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।