মঙ্গলবার রাত আটটার দিকে সদর উপজেলার মানিকহার ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
এ সময় বিদেশী পিস্তলসহ ‘সন্ত্রাসী’ মাহাবুব রহমানকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
মাহাবুব রহমান গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদহ গ্রামের জি রহমান মোল্লার ছেলে।
গুলিবিদ্ধ এএসআই আজিবুর রহমানকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
অপর এএসআই আসাদুজ্জামানকে (২৬) গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এএসআই আসাদুজ্জামান বলেন, “মঙ্গলবার রাত ৮টার দিকে আমি ও আজিবুরসহ ৪ জনের একটি টিম মোটর সাইকেলে করে সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে যাচ্ছিলাম।
“পথে আমি মানিকহার ব্রিজের উপর পৌঁছালে সোর্সকে ফোন দেয়ার জন্য পকেটে হাত দিয়ে মোবাইল ফোন বের করতে গেলে ব্রীজের রেলিং এর উপর বসে থাকা তিন সন্ত্রাসীর মধ্যে থেকে গ্রেফতারকৃত মাহাবুব নেমে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। ”
আসাদুজ্জামান আরো জানান, মাথার বাম পাশে গুলি লাগার পর তিনি পড়ে যান। পরে আজিবুর আসলে তাকেও সন্ত্রাসীরা বুকে ও পেটে গুলি করে।
এ সময় এএসআই আসাদুজ্জামানই সন্ত্রাসী মাহবুবকে হ্যান্ডকাপ পড়ান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনিয়েছেন তিনি।
অন্য দুই সন্ত্রাসী পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত কাজী মতিয়ার রহমান বলেন, সন্ত্রাসীরা দুই এএসআইকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।