আমাদের কথা খুঁজে নিন

   

ইহকালে একবার মাধবকুন্ড জলপ্রপাতে যাইতে হইবেক।।



যেদিক থেকে আসেনগে কাঠালতলী নামিতে হইবেক। দুএকটা কাঠালবৃক্ষ আছেন বটে, কোনো কাঠাল নাই। যদি আপনার কাধে ব্যাগ থাকে, রিক্সাওয়ালাদিগ দৌড়াইয়া আসিবেক। তাহারা কহিবেক- আইয়ন যাওন ১০০ টাকা। তন্মধ্যে একজনকে আপনি বলিবেক ৮০ টাকা।

এক রাজী হইবেক। খাটি সমতল আকাবাকা জংলী রাস্তা। দুইপাশের বিচিত্র রকম উদ্ভিদ, চা বাগান, মরাগাছ, ধানক্ষেত দেখিতে দেখিতে ৮ কি মি পথ ধরিয়া মনে মনে অথবা কানে কানে এমপিথ্রি গাহিতে হইবেক। মাঝপথে গরু,মহিষ, ছাগলের ঝাক দুএকবার আপনার পথরোধ করিবেক। পাচঁটাকার টিকিট কাটিতে হইবেক।

অতপর হাটিতে থাকুন। আপনার আশেপাশে অনেক সুন্দর নরনারী হাটিবেক। কিয়তক্ষণ হাটিবার পর মন্দির,পর্যটন রেস্তোরা পেরিয়ে যখন কানে জলপ্রপাতের শব্দ আসিবেক। প্রিয় মানুষদিগকে ফোন দিতে, ম্যাসেজ দিতে ইচ্চে করিবেক। যদি কিশোর প্রেমি মানুষ হন তবে আপনাকে ধরে রাখে সাধ্য কার।

ঝর্ণার ঠান্ডাজল, কলকল শব্দ কি যেন কহিতে চাহে। পড়ন্ত ঝর্ণার পেজা তুলোর মত জলের আর্দ্রতা যখন আপনাকে ছুয়ে যাবে। আপনার মনে হইবেক-ইহজন্ম অদ্য বুঝি সার্থক হইলেক। । আমেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.