আমাদের কথা খুঁজে নিন

   

দুই বন্ধুর বোকামী

অনেক বছর ধরে বিদেশে আছি। দেশে কথা মনে পড়ে। কিন্তু কি করার। মাঝে মধ্যে না প্রায় সবসময়ই আমি বিভিন্ন

একবার দুই বন্ধু বাজারে যাচ্ছে। এক বন্ধুর মাথায় একটা পোটলা।

তো দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে আর আলাপ করছে। ১ম বন্ধু:- আচ্ছা বন্ধু আমরা যে বাজারে যাচ্ছি ডিম বিক্রি করতে, বাজারে আজ ডিমের মূল্য কেমন? ২য় বন্ধু:- ডিম মানে, কোথায় ডিম? ১ম বন্ধু:- এইতো আমার মাথার পোটলাটাতে ১০ কুড়ি ডিম আছে। ২য় বন্ধু:- ও তাই! তা আমি গতকাল শুনেছিলাম তেলের দাম নাকি অনেক সস্তা। তার মানে ডিমের দাম বেশিই হবে। তুমি আজ অনেক টাকা আয় করবে।

১ম বন্ধু:- তেলের দাম মানে? তেলের সাথে ডিমের কি সর্ম্পক? ২য় বন্ধু:- হু একটু ভেবে দেখ কি সর্ম্পক। ১ম বন্ধু:- হ্যাঁ বুঝতে পেরেছি। তেলের দাম সস্তা তাই মানুষ অনেক তেল কিনবে। আর মানুষ যদি তেল কিনে তাহলে তাদেরকে আবশ্যই ডিম কিনতে হবে। তা না হলে ডিম না হলে তেল গুলো ফেলে দিতে হবে।

২য় বন্ধু:- হ্যাঁ এইতো বুঝতে পেরেছ। আসলে আমার সাথে থেকে থেকে তোমার বুদ্ধি বাড়ছে। ১ম বন্ধু:- ধন্যবাদ বন্ধু। ২য় বন্ধু:- আচ্ছা আমি তাহলে কি বিক্রি করতে পারি। ১ম বন্ধু:- কড়াই!! তাহলে তোমার কড়াই অনেক বিক্রি হবে।

কারণ ডিম ভাজতে কড়াই লাগে। ২য় বন্ধু:- বাহ্ বন্ধু তোমার বুদ্ধিতো দিন দিন বেড়েই চলেছে। ১ম বন্ধু:- হ্যাঁ আমার বুদ্ধি তোমার থেকেও বেশি। ২য় বন্ধু:- কি বললে তুমি। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছ।

১ম বন্ধু:- না চ্যালেঞ্জ না। আচ্ছা বল তো দেখি আমার মাথায় পোটলাটাতে কি আছে? ২য় বন্ধু:- হু, মাথায়... বন্ধু ও বন্ধু আরো একটু সহজ করে দাও না। ১ম বন্ধু:- আচ্ছা ঠিক আছে দিচ্ছি। যেটা আছে, সেটার ভেতরে লাল কুসুম আছে, আর সাদা সাদা পানির মত আছে। ২য় বন্ধু:- হু, দাড়াও দাড়াও আমি পারবো।

হ্যাঁ পেয়েছি, লেবু নিশ্চয়ই লেবু। ১ম বন্ধু:- না হয়নি আমার মাথার পোটলাটাতে আছে ডিম। ২য় বন্ধু:- ও তাই না? আমি আসলে প্রথমে ডিমই সন্দেহ করে ছিলাম। কিন্তু বলিনি। ১ম বন্ধু:- কেন বলনি? ২য় বন্ধু:- বলিনি কারণ, বললে তুমি ভাববে আমি তোমার পোটলাতে লুকিয়ে লুকিয়ে দেখেছি।

১ম বন্ধু:- ও বন্ধু তাই!!! আর আমি ভেবেছি তোমার বুদ্ধি নাই। আমাকে তুমি মাফ করে দাও বন্ধু। ২য় বন্ধু:- আচ্ছা যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আর কখনোও আমার সাথে চ্যালেঞ্জ করবে না। ১ম বন্ধু:- আচ্ছা ঠিক আছে।

এই বলে তারা আবার চলতে শুরু করল, আর কথা বলতে লাগল। তাদের কথা শুনে তোমরাই বল কে চালাক কে বোকা। ১ম বন্ধু:- আচ্ছা বন্ধু আমরা যে বাজারে যাচ্ছি ডিম বিক্রি করতে, বাজারে আজ ডিমের মূল্য কেমন? ২য় বন্ধু:- ডিম মানে, কোথায় ডিম? ১ম বন্ধু:- এইতো আমার মাথার পোটলাটাতে ১০ কুড়ি ডিম আছে। ২য় বন্ধু:- ও তাই! তা আমি গতকাল শুনেছিলাম তেলের দাম নাকি অনেক সস্তা। তার মানে ডিমের দাম বেশিই হবে।

তুমি আজ অনেক টাকা আয় করবে। .................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।