প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ______________________________
আবার যদি তোমার কাছে আসি গোলাপ দিও না
দিও এক প্লেট ভাত
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' __ জানো না
বাকী চাহিলে মাথায় হাত।
ভালোবেসে কাজ নেই কাজ এখন কামের সূত্রে
প্রেম আর ফুলে কাজ নেই
কাজ, রাজকন্যার সাথে রাজার পুত্রে
মিলমিশ নেই ভাই ভাই।
আমাকে গোলাপ দিও না দিও এক ঝাপিঁ গালি
তবে রাতে কাছে থাকতে দিও
তবু যাতে দিন যায় তোমার সাথে এক পালি
ওগো আমার রূপসী প্রিয়।
গোলাপের ব্যবসা এখন বাণিজ্যিক, টাকা দিয়ে কিনতে হয়
মেয়ের প্রেমও এখন বাণিজ্যিক, টাকাতেই বিনিময়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।