আমাদের কথা খুঁজে নিন

   

ক্যুরিয়ার কোম্পানি ও কুকুরছানা

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

সেই আসরে এক গল্প শুনে এলাম। শুভ হঠাত বলে ওঠে, এই শ্যাজা তুমি কি শুনেছ শুক্লার ( শুক্লা এক বন্ধুর গিন্নি) ঢাকা থেকে কুকুর আসার গল্প? আমি মাথা নড়ে জানালম, কই না। শুনিনি তো! যা শুনলাম, মাসখানেক আগে শুক্লা একদিন ক্যুরিয়ার কোম্পানির ফোন পায়, ওর নামে ঢাকা থেকে পাঁচখানা অ্যালসেশিয়ান কুকুরছানা এসেছে, পাঠিয়েছেন জনৈক আব্দুল হালিম সাহেব। শুক্লা প্রথমে অবাক হয়, পরে ঘাবড়ে গিয়ে নেপালে বাসরত স্বামীকে ফোন করে, শুভকে ফোন করে। শুভ পরামর্শ দেয়, ভালই তো। লোকে একটা অ্যালসেশিয়ান পায় না আর তোর জন্যে পাঁচ পাঁচখানা এসেছে, নিয়ে আয় গে! কয়েকদিন ধরে ক্যুরিয়ারওয়ালারা শুক্লার মাথা খারাপ করে দেয়, এসে কুকুর নিয়ে যায় না কেন! ঐ কুকুরছানারারা ওদের মাথা খারাপ করে রেখেছে, হেগে মুতে! শেষ-মেষ কি হল শুভ আর সেটা জানায়নি আমাকে। অন্য গল্পে ঢুকে যাওয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.