এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
রক্তের ভেতরে অনুভব করছি নিঃশব্দে এগিয়ে আসছে ব্যাধ ।
না আমি সরে যাই!
বোধের ভেতরে আত্নহত্যার অনুরুপ এক প্রবণতা খেলা করে ।
না তুলে নিই কোন বর্ম!
তোমাকে যে জেনেছে ও হারিয়ে ফেলেছে কেবল সেই এখন বুঝবে
আমার এ মনোভাব ।
চারদিকে গ্রামগুলো উজাড়,কংকালে পরিনত স্বপ্নের সারস
পড়ে আছে খড় ও পালক ।
গাভির বাথানে এখন অনবরত চলাচল করছে পিচ্ছিল সব সাপ,
ত্যাগ করছে খোলশ ।
উনোনে এখন আগুনগুলো নিভে গেছে অনেক আগেই এক ফুঁয়ে,
ভান্ডগুলো উপুড় এবং ভগ্ন ।
এই ঘোর কলেরার কালে আমি আর কার কাছে যেতে পারি ,বলো?
কেবল তুমি ও তোমার ।
----------------------------------------------------------------
আজ শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন ।
তাঁর স্মৃতিতে শ্রদ্ধা ।
[লাইন গুলো সৈয়দ হক এর ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।