দু এক দিন আগে জনকন্ঠে একটা সংবাদ পড়ে বেশ ভালো লাগলো। আমেরিকা প্রাবাসী দম্পতির বিয়ের অনুষ্ঠান হয় ঢাকাতে। কনের চাচাতো বোনের শশুর নিজামী মানে মতিউর রহমান নিজামী। জামাতী এবং রাজাকার আরো অনকে অনুষ্ঠানে উপস্থিত ছিল। বরযাত্রীরা প্রতিবাদ করলো এবং সাফ জানিয়ে দিলো যে কোন বরযাত্রী বৌভাতের অনুষ্ঠানে অংশগ্রহন করবেনা যদি সেখানে নিজামী যায়।
তেমনি ভাবে আমাদের জনগণেরও উচিত রাজাকারদের বর্জন করা। বরযাত্রীরা যে সাহসী ভূমিকা নিয়েছে তা আমাদেরও নেয়া উচিত। তাঁরা ইচ্ছা করলেও পারতো খেয়ে দেয়ে চলে যেতে কিন্তু তাঁডের বিবেক বলেছে নিজামীকে বর্জন করা উচিত এবং তাতে বর খুশি হৌক আর না হৌক তা বিবেচনায় আনেনি কেননা তাঁরা ভুলতে পারেনি তাঁদের কথা যাদের ত্যাগে আমাদের আজকের এই বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।