আমাদের কথা খুঁজে নিন

   

জাভা মোবাইলেই Screen shot নিন যেকোনো গেম সফটওয়্যার এর ।

আসসালামুআলাইকুম ভায়েরা । কেমন আছেন জিগিয়ে লাভ নেই । লাভ আছে সালাম এর জবাব দিলে । যাই হোক আমি সাধারন জাভা ফোন ব্যাবহার কারি আন্ডু বা সিম্বু ব্যাবহার করা কখোনো ভাগ্যেই জুটেনি । তবে নিকট ভবিষ্যতেই আন্ডু এর বরফক্রিম স্যান্ডুইচ ৪ র্ভাসন আমার হাতে দেখতে পাই এই নিয়ে পিতামহ এর কাছে একটি দরখাস্থ পেশ করবো ।

তা এই টিউন লেখার মুল প্রনেতা আমার বন্ধুগন কারন তারা সিম্বু আর আন্ডু ( সিম্বিয়ান আয় এন্ড্রয়েড ) ব্যাবহার কারি তারা বিভিন্ন সফট ব্যাবহার করে তা কিছুদিন আগে তারা একটু হাসাহাসি করিতেছিল আমার নকিয়া X2-00 ফোন নিয়ে বলে যে ওটাতে কিছুই নেই খালি ৫ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া । তাদের কথার জবাব দিতেই তারা বলে যে তোর যে দুটো টিউন পড়েছি তাতে নিচে একটি কথাই লেখা আছে "java mobile এ screen shot নেয়া যায়না তাই বেশি ছবি দিতে পারলাম না । " দেখুন এখানে অথবা এখানে । তাদের বলিলাম আমার পরের টিউন টা দেখিস প্রত্যাকটার দাঁত পড়ে যাবে । যাই হোক এই টিউনটা দেখলে তাদের কি হয় তা দেখার বাকি আছে ।

অনেক বকবক হল তা কাজে চলে আসি । প্রথমে আপনার ফোনে থাকতে হবে Blue ftp v60 যে টা আপনারা পাবেন এইখান হতে এর কাজ আপনাদের আর বুঝিয়ে বলতে হবেনা আশা করি । এইবার আপনাকে নামাতে হবে screen shot by neloy.jar সফট টি যা আপনারা পাবেন এখানে । আর একটা কথা আপনার যদি নোকিয়া মোবাইল হয় তাহলে যে কোন অ্যাপ্লিকেশান এরOption-->application access --> data access--> read user data --> ask first time এবংOption-->application access--> data access-->add and edit data --> ask first time করে দিন সমস্যা হলে পিকচারটি দেখুনওটা করলে বারবার yes চায়নাকোন কোন নোকিয়া সেটে ask first time নাও হতে পারে আমার নোকিয়া X2-00 হয়েছে এখন uc browser ওপেন করুন আপনার কাছে uc browser না থাকলে আপনি এখান খেতে UC Browser টি নামিয়ে নিন যেকোন ওয়েব সাইট থেকে গেম বা সফটওয়ার নামান । তবে খেয়াল রাখবেন গেম বা সফটওয়ার এর শেষে .jar যেন না খাকে ওতে _jar থাকে ।

এরপর নামানোর পর ফাইল টা রিনেম করুন _jar কেটে দিয়ে .zip লাগিয়ে দিন ধরি আপনি neloy_jar ফাইল টি নামিয়েছেন এরপরে এটার _jar কেটে neloy.zip করে দিন । এরপর screen shot by neloy.jar টা ওপেন করুন এবং neloy.zip ফাইলটি দেখিয়ে দিন এরপর ওকে বাটন মানে যেটা চার এরো কি এর মাঝে থাকে সেটা প্রেস করুন । কিছুক্ষন কাজ করবে এরপর কাজ শেষ হবে । এবার neloy.zip ফাইল টি যে ফোল্ডারে ছিল সেখানে নতুন screen shot নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে । ওখানে neloy.zip নামক আর একটি ফাইল রয়েছে সেটাই আপনার আসল ফাইল ।

এবার আপনি blue ftp v60.jar ওপেন করে screen shot এর ভেতরকার neloy.zip ফাইল টি রিনেম করে শুধুমাত্র neloy করে দিন । তবে লক্ষ্য করবেন যে ফাইল এর মাঝে কোনো ডট ( . ) যেন না থাকে । এবার blue ftp v60.jar কেটে দিয়ে screen shot ফোল্ডারে যান এর ভেতরকার neloy ফাইল টি সাধারন ভাবে রিনেম করে neloy.jar বানান । দেখবেন আপনার গেম টি ওপেন হচ্ছে । এখন কল করার সবুজ বাটন টা ৩ সেকেন্ড চেপে ধরুন দেখবেন আপনার ফোন সুন্দর ভাবে screen shot নিচ্ছে ।

এবং ঐ পিকচার টা ম্যামরি কার্ডের রুট এ সেভ হবে । আপনি * বাটন কিছুক্ষন চেপে ধরলে অপশন আসবে সেখানে আপনি ইচ্ছেমত জায়গা দেখিয়ে পিকচার সেভ করতে পারবেন । আর অপশন গুতোগুতি না করাই ভাল । এখন আমার বন্ধুদের চেহারা দেখতে মন চাচ্ছে । যাই হোক ভাল থাকবেন ।

আমাকে ফেসবুকে পাবেন এখানে আর অপনাদের মন্তব্য চাই ইতি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.