আমাদের কথা খুঁজে নিন

   

কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ কেন প্রয়োজন।

WHAT IS REAL!!!!!!!

অনেক কারনেই কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ প্রয়োজন ব্লগের জন্যে। কয়েকটি কারন এরকম হতে পারে- ১) অনেক ব্লগারের দেখা যায় টেম্পারম্যন্ট ক্যাপাসিটি কম। সামাজিক জীবনে বিভিন্ন মাত্রার লোকের সাথে হাট-বাজার, রাস্তায় গাড়ীতে চলা-ফেরা, হোটেলে খাওয়া-দাওয়া, অফিসে চাকরি-বাকরি করলেও দেখা যায় ব্লগের ভার্চুয়াল পরিবেশে এসে তাদের সব আবেগ উথলে উঠে। তখন তারা ভিন্ন মতের কাউকে সহ্য করতে নারাজ। পারলে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো অবস্থা।

এ ধরনের মন মানসিকতা সম্পন্ন ব্লগারদের নিজস্ব ভার্চুয়াল রুম প্রয়োজন যার প্রয়োজন মেটাতে কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ ব্যবহার করতে পারেন। ২) অনেক ব্লগার আছেন বাস্তব-জীবনে ভদ্রলোক বলে পরিচিত হলেও ব্লগের লাগাম ছাড়া ভার্চুয়াল পরিবেশে এসে তাদের মনের অবদমিত আকাংখা গুলো চ-ছ বর্ণের গালি আকারে ব্লগে ছগিয়ে পরিবেশ দুষিত করেন। এহেন ব্লগারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ একটা ভালো অপশন হতে পারে। ৩) অনেকেই ব্লগে আসে শুধু প্রিয় কারো পোস্ট পড়ার জন্যে। তাদের জন্য কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ আর্শীবাদ বয়ে আনতে পারে।

৪) বাচ্চ-কাচ্চা ব্লগারদের ভালো পরিবেশ নিশ্চিত করার জন্যে কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ অবশ্য প্রয়োজন। ৫) অনেক ব্লগার শ্লোগান দেন - "খুন হইয়া যামু তবুও তার ছবি দেখুম না" তাদের জন্যে শ্রেশ্ঠ মলম কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ। আরো কিছু থাকলে যোগ করুন। আমাদের দাবীকে শক্তিশালী করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.