আমাদের কথা খুঁজে নিন

   

না পেয়ে, মেঘে মেঘে দিন...

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

১৮.০৪.০৭ এক ঘণ্টা নিষ্পলক সিলিং তারপর মোবাইল তুমি সংযোগযোগ্য নও এক ঘণ্টা শাওয়ার জলে ভেজা বাথটাব ফেনিল জলের ভাঁজে তুমি রও এক ঘণ্টা হাসপাতাল শারীরিক কসরত সুস্থতার আশে চিড়িক রোদ, ডায়াল এক ঘণ্টা তোমাকে ফোনে ধরবার ট্রায়াল ডায়াল, ট্রায়াল.. এক ঘণ্টা ভাত ঘুম নিশ্চুপ সন্ধ্যা বিকেল তুমি কি ক্রুয়েল! এক এক করে আঠারো ঘণ্টা তীব্র ভেজা মনটা ক্রমে মরুভূমি চৌচির মাঠ মোবাইলের মুন্ডুপাত ভাগ্যকে অভিসম্পাত একধ্যানে বসে আছি নীরব অশ্রুপাত বুকে নিয়ে যোগাযোগহীনতার অতল আর্তনাদ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।