আমি হইলাম সেইফ আর দেশ হল রাজাকারমুক্ত!!!
রাজাকারমুক্ত কথাটা বলা ঠিক না । কারণ তাদের এখনও ফাঁসি হয়নাই । তবুও বলতে মনে আনন্দ পাই ।
আমি বয়সে ছোট । যুদ্ধ দেখিনাই ।
তবুও আমি বলি যে আমি যেমন সৃষ্টিকর্তাকে না দেখেও অন্তরে তাঁর প্রতি অগাধ বিশ্বাস এবং তাঁকে ভালবাসি তেমনি বিশ্বাস করি গোলাম আযম,সাইদী,নিজামী,আবুল কালাম এরা রাজাকার । নিকৃষ্ট ।
শেষ কথা যে আমি আইজ থেইকা সেইফ ব্লগার । তাই পাশের দোকান থেইকা এককেজি মিষ্টি খাইয়া আহেন বাকিতে । টাকাটা আমি দেমুনে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।