কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
আমার বাপ টেকনিক্যালি সাউন্ড না। তার মোবাইল ফোনে এখনো কোন মেসেজ আইলে ঐটা খুইলা সে পড়তে রীতিমতো ঘাম ছুটাইয়া ফেলে...টিভি চ্যানেল-এ অটো সার্চ দিতে পারে না। কম্পিউটার চালু করন শিখতে তার হোসেইন-এর পোস্ট পড়তে হইবো। এখনো সে কোন ধরণের প্লেয়ারের কানেকশন দিতে পারে না। ফ্রিজারের টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারে না। এইরম হাজার হাজার উদাহরণ আছে। তারে নিয়া ভাবতে গিয়া মনে হইলো বাংলাদেশের অধিকাংশ ৭০ বছর বয়স্ক বাপেরাই তার মতো। আর তাই আমার মনে হইলো বাংলাদেশের অধিকাংশ বাপেরাই টেকনিক্যালি সাউন্ড না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।