আমাদের কথা খুঁজে নিন

   

জয় জাতির ভাবী !!!



ভাবীর চেহারাটা একটু কালো লাগছ। ভাইয়া আই এ পাস!!ভাবী বড় এমবিবিএস!!! হা হা হা হা হাসান শিপলু: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এমডি কার্ডিওলোজি ৩য় বর্ষে পড়ালেখা করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকার পর ওএসডি (প্রেষণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হয়ে তিনি এখানে ভর্তি হন। উল্লেখ্য, এ ধরনের কোর্স করতে হলে স্বেচ্ছায় ওএসডি হতে হয়। আগামী জুলাই মাসে তার ওএসডির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এরপর তাকে স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী পদায়ন করা হবে। বর্তমানে তিনি স্বাস্থ্য অধিদফতর থেকে বেতনাদি পাচ্ছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। ডা. জুবাইদা রহমান ১৯৯৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বরে তেজগাঁও হেলথ কমপ্লেক্স থেকে তার কর্মজীবন শুরু হয়।

১৯৯৮ সালের ৩০ জুন থেকে ২০০৪ সালের জুলাই পর্যন্ত ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে তিনি কর্মরত ছিলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এমডি কার্ডিওলোজি বিভাগে ১ম ও ২য় বর্ষ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের জানুয়ারিতে তিনি ৩য় বর্ষে ভর্তি হন। কর্মজীবনের আগে তিনি প্রথমে অধ্যক্ষ এনআই খান এবং পরে অধ্যক্ষ একেএইচ রফিকউদ্দিনের অধীনে চিকিৎসা শাস্ত্রে প্রশিক্ষণ নেন। জুবাইদার বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং মা ইকবাল মান্দ বানু। সম্পাদনা: হাসিবুল ফারুক চৌধুরী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।