আমরা আকােশ উড়িছলাম। স্বপ্ন আর সম্ভাবনার ডানায় ভর িদেয় এেদেশর অসংখ্য িক্রেকটেপ্রমী মানুেষরা আকােশ উড়িছেলা। িকতনু্ দুঃস্বেপ্নর মেতা মেন হেচ্ছ এখন সবিকছু। হািববুল বাশার, সম্ভবত এদেেশর িক্রেকেটর ইিতহােস সবেচেয় অেযাগ্য অিধনায়ক, ্মাােদরেক আকাশ েথেক ছুেড় েমেরেছ। গতকাল রাত েজেগ যা েদখলাম, তােত মেন হেয়েছ সামান্যতম লজ্জােবাধ থাকেল হািববুল বাশার আর অিধনায়কত্ব করেবন না।
আপনারা েক কী ভােবন জািন না, তেব আিম মেন করছ বাংলােদেশর িক্রেকেট েকােনা েকৌশলগত উন্নিত হয়িন। আয়ারল্যান্ড েযভােব েখেল বড় টাের্গট ছুেড় িদেলা েসটা েয েকােনা বড় দেলর িবরুেদ্ধ অসম্ভব। শুধু চার-ছয় েপটােনার ক্ষমতা িদেয় িক্রেকেট জয় পাোয়া যায় না। এটা মিস্তেস্করো েখলা। েসই মিস্তস্ক হািববুল বাশার, শাহিরয়ার নািফসেদর েনই।
আমরা আবারো হতাশ। পুেরা জািতর স্বপ্ন আজ িবপন্নতার মুেখামুিখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।