প্রকৃতিপ্রেমিকের ব্লগ
বিশ্বকাপ ক্রিকেট চলছে। ইন্টারনেটে বাংলা পত্রিকা বললে প্রথম আলো-ই সবার আগে খোলা হয়। খুলেই প্রতিদিনই দেখি কেউ না কেউ প্রথম আলোতে লিখছেন। মাঝে মাঝে বাশার লিখছেন, পন্টিং লিখছেন, স্মিথ লিখছেন, লিখছেন রাহুল দ্রাবিড়ও। আজ আবার দেখছি ইমরান খান লিখছেন।
কেউ কোথাও লিখছেন পড়েলে মনে হয় এটা একটা রেগুলার কলাম বা বিশ্লষণ ধর্মী লেখা যা ধারাবাহিক ভাবে প্রকাশ হয়। সেই হিসেবে মনে হচ্ছে সব ক্যাপ্টেনরা খেয়ে দেয়ে আর কাজ পাচ্ছেননা তাই "প্রথম আলোয় লিখছেন"। কেউ কি জানেন ব্যাপারটা আসলে কি? এটা কি প্রথম আলোর সাংবাদিকের সাথে ওমুকের কথোপকোথন নাকি সত্যিই তাঁরা "প্রথম আলোয় লিখছন"? সত্যি হলেতো প্রথম আলোর বিশাল কলামিস্ট বাহিনী তৈরী হয়েছে বলতে হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।