সুন্দর-অসুন্দর সময়
আজ আবার উঠছে জেগে ইন্দ্রিয় গভীর
পুরনো স্পর্শের ঘ্রাণ পূবে ও দক্ষিণে
আপন মানবীকে সবুজ বোতলের ওমে
জমিয়েছিলাম অন্ধকুঠুরে, একান্ত নির্জনে
দিন যতো যায় বাড়ে মাদকের তেজ...
এক জোড়া তৃষ্ণাক্ষুব্ধ ঠোঁট আমার
আর জগতজোড়া পিপাসার ল্যান্ডস্কেপ
মৃত্যুর তসবীর মতো সাজবে ধরণী
তুমি শুধু গুনে যাবে একাকি পদচিহ্ন
তবু অনুমতি নেই পানের, কস্মিনকালেও
এক ফোঁটা আবেহায়াত, সবুজ তরল...
!@@!617373 !@@!617374
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।