বন্ধ জানালা, খোলা কপাট !
আমার মনের কথাটি আজকের একাধিক পত্রিকার স্পোর্ট রিপোর্টাররা লিখে দিয়েছেন।তাদের কলম বলছে-দায়ীত্বজ্ঞানহীন অধিনায়কত্বের উদাহরণ সৃষ্টি করছেন বাশার !
টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে হার্ড হিটিং ব্যাটিং করতে হয়,এইটুকুন জ্ঞান পাড়ার ক্রিকেটারদেরও বেশ আছে।নেই শুধু আমাদের ক্যাপ্টেন বাশারের। অন্তত তার ব্যাটিং দেখে এমনটা মনে না হবার কোন কারণ নেই !
অষ্ট্রেলিয়ার সাথে 43 বল খেলে তার সংগ্রহ 19 রান।বাজেভাবে আউট হলেন শেষে !কথা উঠতো না যদি না ওভার শেষ হবার পরও হাতে জমা থাকতো চারটি উইকেট আর দলীয় সংগ্রহ থেমে যেতো মাত্র 104রানে !
আর নিউজল্যান্ডের সাথে দুঃসময়ে ওনার রান আউটের চেহারা দেখে মনে হয়েছে আর ক'টা দিন সময় পেলে,সত্যিই ইনজামামের রান আউটের রেকর্ড ব্রেক করবেন বাশার !21 বলে 9রান করে রান আউট হওয়াটা কি অধিনায়কোচিত ?স্কোর বোর্ডে তাকিয়ে দেখুন একমাত্র রান আউট ব্যক্তিটি আমাদের বাশার !
পক্ষান্তরে 9নাম্বার ব্যাটসম্যান রফিক খেলেছেন-36 বলে 30রানের এক চমৎকার ইনিংস !ব্রাভো!রফিক !স্যালিউট টু ইউ !
শক্ত হাতে হাল ধরতে ব্যর্থবাশার দিনের পর দিন এমন দায়ীত্বজ্ঞানহীন ব্যাটিং দিয়ে হয়তো একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছেন যে,তিনি কতখানি ডেম কেয়ার ! বাশার নির্বিকার-কারণ তিনি জানেন,শত বাজে খেলাতেও অধিনায়কত্ব বহাল থাকবে তার।
দূভার্গ্য আমাদের,ক্যাপ্টেন স্বয়ং ভুল হলে,জাহাজ ভুলের মাঝে হারিয়ে যেতে বাধ্য।
পাঠকবন্ধুরা কি একমত ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।