এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
গত শুক্রবার প্রকাশিত এমনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, গুয়ানতামো বে'তে আটক বন্দিদের মধ্যে দক্ষিণ এশিয়ার কয়েদিরা সংখ্যাগরিষ্ঠ। এমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তান, বাংলাদেশসহ অন্য সার্কভুক্ত দেশগুলোর কয়েদিদের বসনিয়া, মিসর, গাম্বিয়া, ইন্দোনেশিয়া এবং ইরাক ও আফগানিস্তানসহ বিভিন্ন রণক্ষেত্র থেকে আটক করে গুয়ান্তানামো বে'তে পাঠিয়েছে মার্কিন নেতৃত্বধীন যৌথবাহিনী এবং স্থানীয় সেনাবাহিনী।
এমনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে আরো বলা হয়েছে, অধিকাংশ কয়েদিকেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বছরের পর বছর আটক রাখা হয়েছে। আটককৃতদের অধিকাংশই ছাত্র বা বেকার। এছাড়া গুয়ান্তানামো বে কারাগারে 17 শিশুকেও আটক রাখা হয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।