আমাদের কথা খুঁজে নিন

   

হুলাহুপ, কথাবার্তা নদী

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

আমাদের হুলাহুপ, কথাবার্তা নদীতে যে ষাঁড় ঢোকে চিনেমাটির বাসন সামলে সেও চুপ, নতশিং , শুধু হুলাহুপ, কথাবার্তা নদীর বক্ষে ঢেউকুড়কুড় লোনা আঁশের আঁটি চেটে ফেলেছে ব'লে তার রং বদলায় সবুজ বা নীল কখনো সাদাও । অথচ হুলাহুপ, কথাবার্তা নদীতে সেদিন গঞ্জের ছেলে বুড়ো মাগী মদ্দা সকলেই স্নান করে ও আঁচায় , নিজের লিনেন কাচে মেঠো সাবানে , কেউ ভুলে কুলকুচি করে ফ্যালে । তাই আমাদের হুলাহুপ, কথাবার্তা নদীতে আজ যে নীল-সাদা ষাঁড় ঢোকে , চিনেমাটির বাসন সামলে সেও চুপ , নতশিং , শুধু অভ্যাসে জাবর কাটে ল্যাজে ও গোবরে । সে জাবরের ঘসঘসে শব্দ নদী ও হুলাহুপে ক্রমে কথাবার্তারূপে প্রতীয়মান হলে চীনেমাটিতে চিড় ধরে আর ও গ্রামে কাঁঠাল পাকলে তার গন্ধ নদী ও হুলাহুপ কথাবার্তা পেরিয়ে ছড়িয়ে যায় এ গ্রামে ও সে গ্রামে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.