ভারতের উড়িষ্যা রাজ্যের মালকানগিরিতে যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন।
এ সংঘর্ষ শুক্রবার গভীর রাত থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত চলছিল।
পুলিশ এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
কয়েক মাস ধরেই উড়িষ্যায় বেশ সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। মাওবাদীদের হামলার মুখে পড়ছেন পুলিশকর্মীরা। রাজ্যের বিভিন্ন থানাকেও আক্রমণের লক্ষ্য হিসাবে বেছে নিচ্ছে মাওবাদীরা। তাই রাজ্য সরকার যৌথ বাহিনীর দ্বারস্থ হয়েছে।
উল্লেখ্য, যৌথবাহিনীর অভিযান জোরদার হওয়ার পর বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণও করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।