সম্প্রতি যুক্তরাজ্যের অনুষ্ঠিত একটি জরিপে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ গানটিকে পেছনে ফেলে শীর্ষ স্থানটি দখল করে ‘গ্যাংনাম স্টাইল’।
ডিজিটাল স্পাই জানিয়েছে, গুগল কাস্টমার সার্ভে ব্যবহার করে ‘ড্যান্স ডাইরেক্ট’ নামের একটি কোম্পানি এই জরিপ করে। যেখানে এক হাজার লোককে জিজ্ঞেস করা হয় তাদের দেখা কোন মিউজিক ভিডিওটিতে সবচাইতে সুন্দর করে নাচা হয়েছে।
জরিপে সেরা পাঁচের মধ্যে ৮ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’। এরপর দ্বিতীয় অবস্থানে আছে ৭ দশমিক ১ শতাংশ ভোটপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’; তিন নম্বরে আছে মাইকেলের আরেকটি গান ‘ব্যাড’, চার নম্বরে স্প্যানিশ গান ‘মাকারেনা’ এবং পাঁচ নম্বর অবস্থানে আছে গায়িকা বিয়োন্সি নোলসের ‘সিঙ্গেল লেডিস’।
সেরা দশের মধ্যে আরও রয়েছে ম্যাডোনার ‘ভোগ’ এবং ড্যান্স স্টাইল হারলেম শেইক এমসি হ্যামারের একটি ভিডিও ‘দ্য টাইম র্যাপ’; আরও রয়েছে মাইকেলের ‘বিলি জিন’।
এছাড়াও অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়েছিল তাদের প্রিয় মুভি ড্যান্সের কথা। সেই তালিকায় উঠে এসেছে ‘ডার্টি ড্যান্সিং’, ’সিঙ্গিং ইন দ্য রেইন’, ’পাল্প ফিকশন’, ’গ্রিজ’ এবং ‘ফ্ল্যাশড্যান্স’-এর মতো সিনেমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।