আমাদের কথা খুঁজে নিন

   

?? অসংলগ্ন ??



গতকাল আমার এক জুনিয়র বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। অনেক দিন পর। বেশ ভাল লাগছিল ওর ফোন পেয়ে। ও চিটাগাং থাকে এখন। খুব ভাল চাকরি করছে।

খুব ভাল মিউজিসিয়ান। আমরা ইউনিভার্সেটিতে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠান অরগানাইজ করতাম এক সাথে। ও আমার দুই বছরের জুনিয়র। গতকাল আফসোস করছিল মিউজিক প্রায় ছাড়ার পথে। যদিও সুখের আফসোস, তবুও অনেকটা গভীর এই দুঃখ।

আমাদের প্রায় বন্ধুদের মাঝেই এই ধরনের কিছু অপ্রাপ্তি রয়ে গেছে। কাজের চাপে মাঝে মাঝে নিজের কাছেই মনে হয়, আমি আগে এরকম ছিলাম......!? যখন ইউনিভার্সিটিতে পড়তাম, একটা অনুষ্ঠান মানেই বিশাল আয়োজন। দিনের পর দিন রিহার্সেল। হই চই। অন্যরকম উন্মাদনা।

আমার মনে আছে প্রতি প্রোগ্রামের আগে আমার প্রচন্ড মেজাজ খারাপ থাকত। আমার বউ (তখনও অবশ্য বউ হয়নি) প্রতিবার আমার এই অবস্থা দেখে বলত - ন্যাড়া কয়বার বেলতলায় যায়....? খুবই বিরক্ত হতাম। একবার তো বলেই ফেললাম - যতবার মাথা না ফাটে ততবার। আজকে কর্মক্ষেত্রে আছি প্রায় তিন বছর। সকাল নয়টায় বের হই আর ফিরি রাত এগারোটা বাজে।

আগের আমি, যে কি না যেকোন ইভেন্ট আর্গানাইজ করতে লাফিয়ে যেতাম এখন চিন্তাও করতে পারি না ওরকম করার কথা। সবথেকে অবাক হই যখন নিজেই দেখি যে কোন ইভেন্ট হলে আর ইচ্ছা করে না এগিয়ে গিয়ে অর্গানাইজ করি। যাই হোক .... আজকে আর লেখা যাচ্ছে না। উঠতে হবে। আসলে এই অনুভুতিগুলো একটু অসংলগ্ন।

হয়ত আরেকদিন চেষ্টা করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।