স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।
আজকের নাইন এমএস এনের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে বাজিকর ও ক্রিকেটারদের যোগসাজশের কথা। রিপোর্টটি আনুবাদ করে এখানে লিখলাম।
নিহত কোচ বব উলমারের একজন ঘনিষ্ঠ বন্ধু আন্ডারওয়ার্লড ম্যাচ ফিক্সিঙের নোংরা দিক তুলে ধরে আভাস দিয়েছেন শুধুমাত্র খেলোয়াড়রাই নয় আই সি সির হাই র্যাঙ্কিং কর্মকতর্ারাও বিষয়টির সাথে জড়িত।
নিজের জীবনের উপর হুমকি আসতে পারে চিন্তা করে কিছু বৃত্তান্ত গোপন করে সাবেক দক্ষিন আ ফ্রিকান ক্রিকেট স্টার ক্লাইভ রাইস বলেছেন উলমারকে গত সপ্তাহে বাজিকরদের সিন্ডিকেট হত্যা করে।
রাইস নাইন এম এস এনকে জানান "সে (উলমার) ম্যাচ ফিক্সিঙের ব্যাপারে সচেতন ছিল। সে এটা প্রত্যক্ষ করেছে এবং সে জানত এর সাথে কি হয়"। "এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। "
রাইস উল্লেখ করেন আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের বিস্ময়কর পরাজয়ের পর উলমার সম্ভবত তার দলকে ম্যাচ ফিক্সিঙের দায়ে অভিযুক্ত করেন।
"এই বাজে পারফরমেন্সের কারণে তার রেপুটেশন নষ্ট হয়। সম্ভবত সে কারণেই তিনি কিছু খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেন। "
"বাজিকর ও অন্যান্য জড়িতরা জানত ব্যাপারটি মিডিয়াতে প্রকাশ হয়ে যেতে পারে কারন বব তার নিজের (রেপুটেশনের)বিনিময়ে ম্যাচ ফিক্স করা মেনে নেবে না। "
আয়ারল্যান্ডের কাছে হারার পরদিন 58 বছর বয়সী কোচকে মৃত অবসহায় হোটেলের বাথরুমে পাওয়া যায় । পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী জ্যামাইকান পুলিশ ধারনা করছে যে তাকে খুন করা হয়েছে।
পাকিস্তানের ক্রিকেটাররা তাদের মৃত কোচ ও খুনের রহস্য পিছনে ফেলে গতকাল বাড়ির উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজ ত্যাগ করেছে।
ইংল্যান্ডের সাবেক আন্তজর্াতিক খেলোয়াড় উলমার 2004 সাল থেকে পাকিস্তানের কোচ হিসাবে কাজ করছিলেন।
এর পূর্বে তিনি দ. আফ্রিকার কোচ ছিলেন যখন সাবেক অধিনায়ক হ্যানহি ক্রনিয়ে 1996 সালে বাজিকরদের সাথে যোগাযোগ করে পাতানো ম্যাচ খেলার দায়ে অভিযুক্ত হন। কিন্তু উলমারের বিরুদ্ধ কখনই এ ধরনের অভিযোগ উঠে নি।
57 বছর বয়সী রাইস আরও জানান 1999 সালে উলমার তাকে বলেন শুধুমাত্র খেলোয়াড়রা নন, উচ্চপদসহ কর্মকতর্ারাও ক্রনিয়ে স্ক্যান্ডালের সাথে জড়িত ছিলেন।
"উচ্চপদসহ কর্মকতর্ারা জানতেন কি ঘটছে। আমি তাদের সম্পর্কে মন্তব্য করতে পারব না কারন তারা অনেক সিনিয়র। " বলেন রাইস।
(আগামী পর্বে সমাপ্ত)
(মূল লেখক: Henri Paget )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।