সুন্দর বাংলাদেশ চাই কয়েকদিন আগে কার্ড পেয়েছি। আজকে কার্ড এক্টিভেট করার জন্য ওডেস্ক থেকে চার্জবাদে ২০.৫ ডলার পাঠালাম। পেওনিয়ার দ্রুত লোডের জন্য ২.৫ ডলার চাইলো। দিলাম। যেখানে লোড হওয়ার কথা ১৮ ডলার সেখানে পেলাম মাত্র ১৫ ডলার।
বাকি ৩ ডলার কোথায় গেল তা দেখার জন্য কোন অপশন পেলাম না। এবার কার্ড এক্টিভেশন এর জন্য ক্লিক করলাম। যা বলার বলল।
বর্তমান ব্যালেন্স মাত্র ৫.০৫ ডলার।
ভাই, এভাবে ১০ মিনিটে ১৫ ডলার গায়েব হলে আমি কিভাবে এই হাতিটাকে পালব বলেন?
অনেক খোঁজাখুজির পরেও কারো কাছ থেকে পেওনিয়ার এর বিভিন্ন ফি সম্পর্কে সঠিক কোন তথ্য পেলামা না।
ভাই, পেওনিয়ার এর ডিটেইলস ফি সম্পর্কে একটু বলবেন? মারাত্নক উপকৃত হব। চরম কৃতজ্ঞ থাকবো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।