ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
বাঘ প্যান্টের চেন লাগাতে লাগাতে বলল, সিংহ মামা তোমাকে মলমটা দেয়নি বুঝি?
ত্রিভুজ ফোঁপাতে ফোঁপাতে বলল, পঞ্চাশ ওভার হলে দেখিয়ে দিতাম।
বাঘ বলল, আমার কি আর আপত্তি ছিল! তোমাকে তো তাহলে এম্বুলেনসে নিয়ে যাওয়া লাগত। যাকগে কেদ না। বাড়ি গিয়ে ভাল করে মলম লাগিয়ে নিও। ওদিকে আবার ক্যাঙ্গারু দাদা আছে।
মলম গুলো তার জন্যে রেখে দিয়েছি।
ত্রিভুজ কিছু বলল না। মাটিতে মুখ গুঁজে কাঁদতে লাগল।
[গাঢ়]সংবিধিবদ্ধ সতর্কীকরন[/গাঢ়]
এই ত্রিভুজ হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। ব্লগের কারো সাথে বিন্দু মাত্র মিল নাই।
লেখাটি হিমুর লেখা থেকে বায়াসড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।