আমাদের কথা খুঁজে নিন

   

মজারস্মৃতিঃআমাদের ভিক্ষা কর ার দিন

বন্ধুদের নিয়ে বাঁচি

এক সময় ইস্কাটনের দিকে আমরা ক'বন্ধু একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। বেশি দিন আগে নয় 6/7 বছর হবে। আজ সেই পাগলা পাগলা দিনগুলোর একটা ঘটনা মনে পড়লো। আমাদের বাসায় এক জনম দুখি মহিলা ,বুয়ার কাজ করতেন। জনম দুখি বলছি এই কারনে যে,মায়ের পেটে থাকতে তার বাবা মারা যায়।

ছোট বেলায় রাস্তার পাশে মায়ের কোল থেকে গনগনে আগুনের চুলোয় পড়ে পুরো শরীর পুড়ে গিয়েছিলো তার। এর পর 71 এ রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া একটা শেল খুজে দা দিয়ে কুপিয়ে কাটতে গিয়ে বিস্ফোরনে বাঁ হাত পুরোপুরি উড়ে যায়। এক রিক্সাওয়ালা ছোকড়া বিয়ে করলেও ফেলে রেখে যায়। কোন এক সময় তার এক মাত্র সম্বল মাও মারা যায়। তখন থেকে সে এলাকার একটা বাসায় বাঁধা বুয়ার কাজ করে।

পাড়ার দোকানদার আমাদের রান্নার জন্য জুটিয়ে দেয় তাকে। তার এক হাতে রাজ্যের কাজ করা আমাদের আশ্চর্য করতো। তো এই চার কুলে কেউ না থাকা মহিলা একবার আমাদের জানালো তার মন খুব খারাপ,বেড়াতে যাবে। আমরা আশ্চর্য হই কোথায় যাবে?সে জানায় তার সাবেক স্বামীর গ্রামের বাড়িতে লোক জনের সঙ্গে দেখা করতে যাবে। ঘটনাটা ঘটে মহিলা বেড়াতে যাওয়ার কয়েকদিন পর।

গলির এক মহিলা খোজ নিতে আসে বুয়ার । জানায় তার স্বামী কাচাঁ তরকারির ব্যাবসা করে। আমাদের বুয়া প্রায়ই তাদের দোকান থেকে শাক,তরকারি,মরিচ ইত্যাদি চেয়ে আনতো। মহিলা আদর করে আমাদের জানান,আমাদের জন্যই সে আনতো এগুলো । এখন তার অবর্তমানে আমাদের যদি খুব অসুবিধা হয় ,আমাদের কেউ একজন যেনো তাদের দোকানে যাই।

আমরা হাসবো না মরবো ভেবে পাই না। বুঝি,আমরা কেনা কাটার জন্য টাকা দিলে চেয়ে চিন্তে যা আনা সম্ভব ছিলো বিনা টাকায় নিয়ে আসতো সে। আজ হাসি পাওয়ার স ঙ্গে তার জন্যে একটু মায়াও হয়। সেই জনম দুখি মহিলার কোন উপকার আমরা করিনি। যে যার মতো চলে গেছি নতুন ঠিকানায়।

ভাবছি একদিন যাবো বুয়ার খোঁজ খবর নিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.