আমাদের কথা খুঁজে নিন

   

=সীসাময় অন্তর

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

মাঝে মাঝে নিজেকে ডেকে বলি তুমি বড্ড বেশী কারিগর ন্ধদয় নির্যাস-জলধারা দিয়ে বানাও প্রাসাদ। স্বপ্নোত্যকায় করো ছুটোছুটি বয়ে আন কাঠখড়, ভরে তোল আসবাবে স্বর্গ তোমার সমুদ্র পিয়াসী তুমি; কেউ বলে অন্যরকম। হায়! ভিত্তি তোমার ছিল তটিনীর বালুকণা জোয়ারের মৃদু উচ্ছাসে মিটে হৃদয়ের যন্ত্রণা তুমি হও স্বপ্ন পিয়াসী একজন হাতে যার কষ্ট-বিষের পেয়ালা দু'চোখে তোমার অন্ধত্ব বেঁধেছে বাসা তুমি চলেছ প্রেমভূম নির্মাণে, আপন হাতেই সাজাও বাসর ঘর একান্তে বসে চুরমার সারাবেলা। বলি আমিঃ ভালবাসা গেঁথে স্বপ্ন বানাই প্রতিদিন স্বপ্নের কবরে নিথর কাটাই নির্ঘূম যামিনী, আঘাতে আঘাতে মন সীসাময় প্রান্তর এখন হাসিতে ঝরে পাথরীয় কোমলতা। ২৩.০৩.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবিটি সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.