সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
22 মার্চ 1971 । বাংলাদেশের স্বাধীনতার জন্য সব পক্ষের মধ্যে ঐক্য সংহতি আর সংগ্রামের প্রস্তুতি শুরু হয়ে যায় । বঙ্গবন্ধু ইয়াহিয়ার বৈঠকটি যে সময় ক্ষেপন মানুষ তা বুঝে ফেলে । বিক্ষুব্ধ মানুষ আরো বেশী বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে । তিন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা স্বাধীনতার প্রশ্নে এ জি এম ওসমানীর নেতৃতেব স্বাধীনতার শপথ গ্রহন করেন ।
ধানমন্ডি বএিশ নং ঐতিহাসিক বাড়ীর সামনে এক সমাবেশে বঙ্গবন্ধু বলেন ,'' একটি ঐক্যবদ্ধ জাতীকে বেয়নট আর বুলেট দিয়ে দাবিয়ে রাখা যাবেনা'' । একই দিনে বঙ্গবন্ধু একটি বিদেশী টেলিভিশনের সাথে সাক্ষাতকারে বলেন , '' বাংলাদেশের সাড়ে কোটি জনগনের আমিই প্রতিনিধি , তাই একমাএ আমারই অধিকার আছে দেশ শাষন করার'' । মুলত এই কথা বলে বঙ্গবন্ধু পাকিস্তানের অস্তিত্ব অস্বীকার করলেন । এবং স্বাধীনতার জন্যে দৃঢ় ভাবে এগিয়ে চললেন ।
পর দিন 23 মার্চ তথাকথিত পাকিস্তান দিবসের এক দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক লিখিত বানীতে বলেন , '' লক্ষ্য অর্জনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে ।
ঘরে ঘরে দূর্গ গঢ়ে তুলতে হবে । প্রতিরোধের দূর্গ । আমাদের দাবী ন্যায় সঙ্গত । তাই বিজয় আমাদের সুনিশ্চিত । জয় বাংলা ''।
পর দিন 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস উপলক্ষে ''বাংলা দেশের মুক্তি '' শীর্ষক এক ক্রোড় পএে বঙ্গবন্ধুর এই বানীটি দেয়া হয় । এই বানীর মাধ্যমে ও শেখ মুজিব বালাদেশের স্বাধীনতার সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন । সেই ক্রোড় পএটিতে অধ্যাপক মুজাফফর আহমদ অধ্যাপক রেহমান সোবহান এ এইচ এম কামরুজ্জমান প্রমুখ এর লেখা ছাপা হয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।