আমাদের কথা খুঁজে নিন

   

পি.আর. প্ল্যাসিড বাংলা ভাষাকে জাপানীদের দ্বারে দ্বারে পৌছে দিয়ে আমাদের সম্মানিত করছেন

নাজমুল ইসলাম মকবুল
বাংলা ও জাপানী ভাষায় লেখা হিরোশিমা কথা বলে গ্রন্থের মোড়ক উন্মোচন ো পি.আর. প্ল্যাসিড বাংলা ভাষাকে জাপানীদের দ্বারে দ্বারে পৌছে দিয়ে আমাদের সম্মানিত করছেন জাপান থেকে প্রকাশিত একমাত্র বাংলা মিডিয়া বিবেক বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক পি.আর.প্ল্যাসিড’র বাংলা ও জাপানী ভাষায় লেখা হিরোশিমা কথা বলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সিলেট লেখক ফোরাম আয়োজিত লালটেক, কামালবাজারস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শনিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রন্থের লেখক পি.আর.প্ল্যাসিড। আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক আজম আলীর প্রাঞ্জল সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন অতিশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বিশিষ্ট লেখক ও কবি বি এম সাজ্জাদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক আজকের বাণী সম্পাদক আলহাজ্ব আতিকুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোঃ আব্দুল মনাফ, ফোরামের সিনিয়র সহ সভ্পাতি লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সুশাসনের জন্য নাগরিক সুজনের বিশ্বনাথ উপজেলা সাধারন সম্পাদক মোঃ মধু মিয়া, সমাজসেবী ও শিানুরাগী নজমুল ইসলাম রুহেল । স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক মোঃ গোফরান হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মাশুক আহমদ, লিডিং ইউনির্ভাসিটির ছাত্র মো: মিজানুর রহমান, মিছবাহ কামালী , হাফিজ আফজালুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ, ক্রিকেটার জাহেদ আহমদ প্রমূখ। বক্তারা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক পি.আর.প্ল্যাসিড বাংলা ও জাপানী ভাষায় হিরোশিমা কথা বলে গ্রন্থ লিখে বাংলা ভাষাকে জাপানীদের দ্বারে দ্বারে পৌছে দিয়ে আমাদের সম্মানিত করছেন। জাপানের মানুষ এখন বাংলা ভাষা শিখছেন, বাংলা ভাষা চর্চায় আগ্রহী হয়ে উঠছেন। শুধু তাই নয় লেখকের প্রচেষ্ঠায় জাপানী পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে বেড়াতে আসছেন। এতে বাংলাদেশ সরকারের আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা।

পাশাপাশি দেশের পরিচিতি ও ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে জাপানীদের নিকট। তারা আরও বলেন, গ্রন্থটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিষিকাময় চিত্র ফুটে উঠায় এবং হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ মরণঘাতি বোমায় বিশাল য়তি ও প্রাণহাণির চিত্র ফুটে উঠায় গ্রন্থটির গুরুত্ব আন্তর্জাতিক মহলে বৃদ্ধি পেয়েছে। লেখক পি.আর.প্ল্যাসিড বলেন, গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ দশ হাজার কপি বাংলাদেশে প্রকাশিত হবে এবং পাঁচ হাজার কপি জাপানে প্রকাশিত হবে। একজন জাপানী নাগরিক আগ্রহী হয়ে এই প্রকাশনার দায়িত্ব নিয়েছেন। তখন আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, পাঠাগার ও বিশিষ্টজনদের নিকট গ্রন্থটি বিনুমুল্যে পৌছাতে সম হব।

তিনি আরও বলেন, আমরা দেশ বিদেশে বাংলা ভাষা ও সাহিত্যকে ছড়িয়ে দিতে চাই। প্রবাসের যান্ত্রিক বলয়ে সাহিত্য চর্চ কঠিন কাজ। শত ব্যস্থতার মধ্যে এবং সম্পুর্ণ প্রতিকুল পরিবেশে বসবাস করেও একমাত্র নাড়ির টানে বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সাহিত্যের জয়গান গাওয়ার ল্েয সুদুর জাপানের টোকিওতে বসবাস করে সেখান থেকে বই লিখছি, পত্র পত্রিকা প্রকাশ করে যাচ্ছি। এতে বিশ্বের প্রতিটি দেশে বসবাসরত বাঙ্গালীদের উৎসাহ ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, সিলেট লেখক ফোরাম’র আজকের আয়োজন আমাকে উজ্জিবিত করেছে।

সাহিত্য চর্চায় দেশ বিদেশে লেখক ফোরাম’র বিভিন্ন কার্যক্রম ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফোরাম নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।