আমাদের কথা খুঁজে নিন

   

16মার্চ 1971, বঙ্গবন্ধুর গাড়িতে স্বাধীন বাংলার পাতাকা উড়িয়ে ইয়াহিয়ার সাথে দেখা করতে যান ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

16মার্চ1971 সাল । আজকের এই দিনে পাক জল্লাদ ইয়হিয়া খানের ঢাকায় উপসহিতি উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অহিংস অসহযোগ অভ্যাহত রাখে বাঙালী । আজ ও মিছিলে শ্লোগানে রাজপত মুখরিত হয় স্বাধীনতা র দাবীতে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সক্ষাত করতে রমনা পার্কের পাশে প্রেসিডেন্ট ভবনে যান । বঙ্গবন্ধুর সাথে পরামর্শক হিসাবে যান সৈয়দ নজরুল ইসলাম , তাজউদ্দিন আহমদ , কেপ্টেন মনসুর আলী , এ এইচ এম কামরুজ্জমান , ডঃ কামাল হোসেন প্রমূখ ।

10 টা 21 মিনিটে বঙ্গবন্ধু তার গাড়িতে স্বাধীন বাংলার পাতাকা এবং শোকের প্রতিক কালো পাতাকা উড়িয়ে পরামর্শক দের নিয়ে প্রেসিডেন্ট হাউসে উপসহিত হন । বঙ্গবন্ধু যখন আলোচনা শেষে বেরিয়ে আসেন তখন উত্তাল জনতা মিছিল শ্লোগানে দাবী জানান ''স্বধীন স্বাধীন স্বাধীন কর, বাংলাদেশ স্বাধীন কর ''। ''বাঁশের লাঠি তৈরী কর ঘরে ঘরে দূর্গ গড়ো'' । বঙ্গবন্ধু ঘোষনা করেন , ''এখন থেকে ইষ্টান মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রের শুল্ক কর আবগারি কর ও বিক্রয় কর গ্রহন করবে । কিন্তু এই কর স্টেট ব্যাংক অব পাকিস্তনে জমা হবেনা ''।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।