আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিপৰীয় চুক্তি



আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 (?) দলীয় জোট একটি দাবী পূরণ হওয়ার পর আরেকটি দাবী উত্থাপন করে একের পর এক আন্দোলন করে যাচ্ছে। শক্তিশালী মিডিয়ার সমর্থনে এবং জনসাধারণকে জিম্মি করে তারা তাদের অসাংবিধানিক দাবী দাওয়া আদায়ের খেলায় মেতে উঠেছে। প্রথম তারা দাবী করেন, জাষ্টিস কে এম হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের উচ্ছৃখল , প্রতিহিংসাপরায়ণ কর্মীরা রাসত্দায় লগি বইঠা দিয়ে ঠাণ্ডা মাথায় পিটিয়ে মানুষ হত্যা শুরম্ন করলে-জিম্মি জনতা এবং জাষ্টিস কে এম হাসান মনে করেন তিনি প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মত হলেই আওয়ামী লীগ আন্দলনের নামে অরাজক অবস্থার অবসান হবে। কিন্তু জিম্মি মানুষ বুঝতে পারেনাই, জাষ্টিস কে এম হাসান ইসু্য শেষ হওয়ার পর আর কোন দাবী উত্থাপিত হবে।

দুবর্ৃত্ত একবার ভয় দেখিয়ে কোন কিছু আদায় করতে সৰম হলে শাস্তি না পাওয়া পর্যন্ত বার বার একই অপরাধ করতে থাকে। একই কায়দায় অবরোধের নামে মানুষকে জিম্মি করে এবারের দাবী হ'ল জাষ্টিস এম এ আজিজকে পদত্যাগ অথবা প্রেসিডেন্ট কর্তৃক বরখাস্ত করতে হবে। মিডিয়া খুবই উৎসাহ নিয়ে প্রচার শুরম্ন করল-জাষ্টিস আজিজই এক মাত্র সমস্যা। জাষ্টিস আজিজ চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি যারা এতদিন জাষ্টিস আজিজের সমর্থক ছিলেন তারাও বলতে শুরম্ন করলেন, একটা লোকের জন্য পুরো জাতি বন্দি হয়ে গেছে।

তিনি কেন পদত্যাগ করেন না। তিনি পদত্যাগ করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। জাতি অবরোধ থেকে মুক্তি পায়। যেন অবরোধটা জাষ্টিস আজিজই করেছেন। গ্রামবাসী যেমন গৃহকর্তাকে অভিযুক্ত করছেন, ডাকাত চাওয়া মাত্রই কেন চাবি ডাকাতের হাতে তুলে দেওয়া হয়নি।

তাহলে তো ডাকাতের হাতে মার খেতে হতো না। মিডিয়া যে কত শক্তিশালী এবং ৰত্র বিশেষ ভয়াবহ হতে পারে, তার প্রমান-ইরাক আক্রমণের সময় আমেরিকান মিডিয়া এবং জাষ্টিস আজিজের ছুটিতে যাওয়ার আগে আমাদের মিডিয়ার ভুমিকা । যা হউক, আজিজ সাহেব ছুটিতে গেলেন। অবরোধ বহাল রেখে 14 (?) দল বিজয় উল্লাস করল। জিম্মি মানুষ হাফ ছেড়ে বাঁচল, তারা জিম্মি দশা থেকে মুক্ত হলেন।

কিন্তু না আরো দাবী আছে, এগুলো না মানলে আবারো অবরোধ। আরো কঠিন অবরোধ। এবং অবশেষে চতুর্থ দফা অবরোধ আবার শুরম্ন হয়েছে। মানুষও জিম্মি হয়ে পরেছে। আমরা ইতিহাসে পড়েছি, যখন কোন বিদেশী রাষ্ট্র্র অপর কোন রাষ্ট্র্র দখল করতে চায় তখন প্রথমেই সেই রাষ্ট্রটিকে অবরোধ করে এর পণ্য সরবরাহ বন্ধ করে দেয়।

অবরুদ্ধ রাষ্ট্রের জনগণ জিম্মি হয়ে পরে। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ হওয়ার ফলে নাগরিক জীবন বাধাগ্রসত্দ হয়। ক্রমে ক্রমে সরকার দুর্বল হয়ে পরে। জন অসন্তোষ বাড়তে থাকে। অবশেষে রাষ্ট্রের পতন হয়।

তৃতীয় দফা দাবী দাওয়া পূরণের জন্য আবারো তত্ত্বাবধায়ক সরকার এবং উপদেষ্টাগণ তৎপর হয়ে উঠেছেন। আশা করি, মিডিয়ার কল্যাণে এমন একটি বাতাবরণ সৃষ্টি হবে যাতে জিম্মি জনগণও দাবী জানাবেন, দাবী মেনে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। খামকা কেন দাবী মানতে দেরি করা হচ্ছে। দাবী মানা বা না মানা নিয়ে আমাদের কোন বক্তব্য নাই। আমাদের বক্তব্য হ'ল, এবার দাবী পূরণ করার আগে তত্ত্বাবধায়ক সরকার, 14 (?) দল ও 4 দলের মধ্যে একটি ত্রিপৰীয় চুক্তি স্বাৰর হতে হবে।

যাতে থাকবে, বর্তমান দাবী পূরণ হওয়ার পর কোন দল আর কোন দাবী উত্থাপন না করে নির্দিষ্ট সময়ে সংবিধান মোতাবেক নির্বাচনে অংশ নিবে, নির্বাচনের ফলাফল মনে নিয়ে নিয়মিত ভাবে সংসদ কার্যক্রমে অংশ নিবে, রাসত্দায় কোন মিটিং, মিছিল, সমাবেশ না করে দাবী দাওয়া সংসদে আলোচনা করবে। এধরনে চুক্তি ছাড়া আর কোন দাবী মানা হলে, নিশ্চিত ভাবে আওয়ামী লীগ অন্য কোন দাবী দিয়ে এদেশের মানুষকে আবার জিম্মি করবে তাদের তাদের দাবী পূরণের জন্য। তবে এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেওয়া যাবেনা যে লিখিত চুক্তি ভঙ্গ করে আওয়ামী লীগ আর কেন আন্দোলন করবেনা। আন্তর্জাতিক ৰ্যাতি সম্পন্ন দুই তিন জন আইনজীবী মিডিয়ার সামনে হয়তো চুক্তি ভঙ্গের ব্যাখ্যা দিবেন। জনগণ সেই ব্যাখ্যাও হয়তো গ্রহণ করবেন।

মিডিয়ার মাধ্যমে মানুষ জানবে, আওয়ামী লীগ কোন চুক্তি ভঙ্গ করে নাই। বরং অপর পৰই চুক্তি ভঙ্গ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.