সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
অবিশ্বস্য হলেও সত্য এবার 25 বছরের যুবক আসাদ মোল্লার সাথে বিয়ের পিঁড়িতে বসেছে ন 70 বছর বয়সি হেলেনা বেগম । বিয়েতে দেড়লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় । গত শুক্রবার বাগেরহাট জেলার চিলতামানির কলাতান ইউনিয়নে এই চানচল্য কর বিয়ে অনুষ্ঠিত হয় । কনে হেলেনার স্বামী মারা গেছেন । তিনি 4 কন্য এবং 2 পুএ সন্তানের জননী । বিয়েতে ইউনিয়নের চেয়াম্যান সত গন্যমান্য ব্যাক্তি উপসহিত ছিলেন ।
মন্তব্য ঃ এবার হুজুর কি বলবে ধুসুর ছায়া ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।