© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
কেউ একজন সাইটের ইউজার রেজি: প্রসিডিওরে থাকা বাগটি ব্যাবহার করে একটা ভূয়া ত্রিভুজ নিক রেজি: করেছে... এই ভূয়া নিকের কোন রকম মন্তব্যের বা কাজের জন্য আমি দায়ী থাকবো না....
যাদের ব্লগে আমার নিক ব্যাবহার করে ফ্লাড ও মন্তব্য করা হয়েছে তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি ব্লগ সময় "2007-03-11 22:23:12" এর পর আর কারো ব্লগে কোন মন্তব্য করছি না. (কতৃপক্ষ ডাটাবেজ হতে ফ্লাডগুলো মুছে না দেয়া পর্যন্ত).. সুতরাং এর পরে হওয়া আমার নিকের মন্তব্যগুলোর জন্য আমি দায়ী নই...
> চিত্র নং 1 এ দেখুন.... ত্রিভুজ নামের আরেকটি নতুন নিক রেজি: করা হয়েছে.. যার লগইন আইডি একই হওয়ার কারনে আমার ব্লগের লিংক দেখাচ্ছে... রেজি: প্রসিডিউরের এই
> চিত্র নং 2 এ দেখুন আমি ও ভূয়া ত্রিভুজ...
কতৃপক্ষকে অনুরোধ করবো ডেটাবেজের ইউজার ইনফরমেশন যে টেবিলে রাখা আছে, সেখানের ইউজার আইডি কলামকে ইউনিক করতে.. যাতে ডুপ্লিকেট নিক তৈরি করতে না পারে কেউ....
ত্রিভুজ নিক ব্যাবহার করে যিনি ফ্লাড করছেন তাকে বলছি.... এইসব পোলাপান মার্কা কাজ কাম ছাড়েন... একটা সাইটের স্ক্রিপ্টের দুর্বলতা ব্যাবহার করে এইসব করা ছেড়ে দিয়েছি আরো 10 বছর আগে.. আশা করি আপনিও এইসব আর করবেন না (তবে এই লাইনে নতুন হলে করতে পারেন... ব্যাপার নাহ)....
আর যদি সত্যিই আমার একাউন্ট হ্যাক করে থাকেন, তাহলে এই পোষ্টটা মুছে দেখান.. তাহলে বুঝবো আপনি আসলেই কিছু জানেন..... (তা যে করতে পারেন নাই তা চিত্র নং 1 দেখলে 10 বছরের একটা বাচ্চাও বুঝবো)
ধন্যবাদ সবাইকে।
---------------------------
ফ্লাডের জন্য আমার মন্তব্য বুঝা যাচ্ছে না.. তাই এখানে দিচ্ছি---
12 মার্চ 07 - রাত 4:13
[গাঢ়]
সাইটে বাগ থাকতেই পারে.. পিএইচপি বিবি'র মত বিশাল পের্ার্টাল এখানো হ্যাক করা যায়.. আর এটা তো সেটার তুলনায় বাচ্চা.... কি বলেন?
এইসব না করে ভাল কিছু করতে পারেন... প্রতিভা অপচয় করা ঠিক না... বাই দ্য ওয়ে.. আমার জিমেইল আইডি টা রাখেন.. একটা মেইল দিয়েন.. দেখি পুরান কেউ কিনা... [/গাঢ়]
trivuz@ জিমেইল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।