আমাদের কথা খুঁজে নিন

   

কবিও চায় ভোগের অধিকার তবে কৌশল জানা নেই

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

যতটুকু না দিলেই নয় ততটুকুই দিতে পারি আপাততঃ কবিতা মুতের মতো কবি রজঃস্বলা নারী সঙ্গমেও উচ্চাকাঙ্ক্ষী তবে শৃঙ্গার আনাড়ি তাই দেশ মাতার সহস্রযোনীতে শিশ্ন ভরে বসে থাকে উল্লুকের দল, উন্নয়নের ব্ন্যা ঝরে স্রাবে আমাদের প্রয়োজন বিরাষ্ট্রিকরণ, আগাদের প্রয়োজন বিকেন্দ্রীকরণ, আমাদের যোনীগুলো ছড়িয়ে দেওয়া দরকার দেশ সবাই যেকো কেন্দ্রমুখী সঙ্গমলিপ্ত না হয় তাই ছড়িয়ে দেওয়াটাই স্ব্যাস্থকর বলেছেন বিশ্বব্যাংকের অভিজ্ঞ ডাক্তারেরা আমাদের ধজ্বভঙ্গ প্রশাসন তাই বিস্তর চিৎকার করছে বর্তমানে। বুদ্ধিজীবি আমলা এবং রাজনীতিবিদ মধ্যাহ্ন ভোগনের পর ভাবছেন শৃঙ্গার কৌশল। আর বাংলাদেশের ফুটপাতের সব ডার্টি পিপল নিয়ে উদ্বিগ্ন বৈদেশী বেশ্যারা তাদের ছোয়াঁচ এড়িয়ে এখন গুলিস্তান সদরঘাট আর নিউমার্কেট ঘুরতে পারবে। গায়ে ময়লা লাগবে না আর, গরীবের লাইগেশন আর ভ্যাসেকটমি হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।