আস্সালামুআলাইকুম।
আজকে অনেকদিন পর টিটিতে টিউন করতেছি। আমি সবসময় এমন বিষয় নিয়ে টিউন করি যা সবার কাজে লাগে। আমি সবসময় নতুন কিছুর উপর টিউন করার চেষ্টা করি। এই ধরনের বিষয় নির্ধারণ করতে আমার সময় ব্যয় হয় অনেক।
তাই টিউন গুলোও অনেক দিন পরে পরে করতে হয়। একটা সময় ছিল যখন টিটিতে টিউন দেখলেই ভালো লাগত। এই বছরের শুরুতে আবার এইরকম সময়ও গেছে যে, টিটিতে ঢুকলেই ফাউল আজাইরা পোস্টে ভর্তি দেখতাম। তবে এখন আর এমন নেই। ৫-৬ ঘন্টা পর টিটিতে ঢুকলেই ২-৩ টা কাজের টিউন পেয়ে যাই।
আজকে আমি একটা ফাউল আজাইরা পোস্ট নিয়াই লিখতে বসছি। আশা করি যারা ভুল করে ঢুকে পড়েছেন তারা অবশ্যই পড়বেন।
সাধারণত আমার আগের টিউন গুলো অনেক মানুষের অনেক কাজে এসেছে। আজকের টিউন টা একটু ব্যতিক্রম। কতিপয় মানুষের কাজে আসবে, আবার কতিপয় মানুষের কাজে নাও আসতে পারে।
টিউনটা ছোট। তারপরও একটু বড় করতে ইচ্ছা করছে। আমাদের বিশ্বে একটা ব্যান্ড আছে।
“LINKIN PARK”
এই ব্যান্ডের নাম শোনেনি এইরকম মানুষ খুব কম পাওয়া যাবে। কমবেশি সবাই এই ব্যান্ডের গান শোনেছে।
এই ব্যান্ডের গানগুলো অন্যদের থেকে আলাদা। আমি ফ্যান বলে বলছি না। আসলেই ভাল গায় ওরা। আর ওদের স্টাইল গুলোও অসাধারণ। এই কথায় কেউ দ্বিমত পোষণ করবেন না আশা করি।
সকল দেশেই ফেইসবুকে এই ব্যান্ডের একটা ফ্যানপেজ আছে। (ফ্যানপেজ এর নামের প্যাটার্ন টা হচ্ছে এইরূপ “Linkin Park (Nation name) fans” )
For Example:::
Portugal: https://www.facebook.com/LinkinParkPortugalFans
India: https://www.facebook.com/IndiaWantsLinkinPark
Australia:https://www.facebook.com/LinkinParkAus
আরও অনেক আছে। কিন্তু আমাদের দেশে এইরকম একটা ফ্যানপেজ নেই। আমাদের দেশে এত্ত ব্যান্ড আর সেলিব্রেটি ভ্রমণ করতে আসে, কিন্তু লিঙ্কিন পার্ক কোনদিন ট্যুরে আসেনি(যদিও তারা অনেক দেশেই ট্যুরে গেছে)। আর আমাদের দেশে না আসার কারণ হচ্ছে এইদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়নি।
এই কাজটাই করব আমি।
এর জন্য আমি একটা ফ্যানপেজ খুলেছি ।
“Linkin Park Bangladeshi Fans” (facebook.com/linkinparkbangladeshifans)
আমি এই পেজ এ আস্তে আস্তে এই ব্যান্ডের সব গান, মিউজিক ভিডিও, ট্যুর, কনসার্টস আপলোড করব। যাতে করে সবাই সহজেই এই ব্যান্ড এর সান্নিধ্যে আসতে পারে। এই ব্যান্ডের ফ্যান আস্তে আস্তে আমি বাড়াতে চাই।
আমি আশা করব আপনারাও পেজটাকে লাইক দিয়ে পেজে এক্টিভ থাকবেন। আর আমাদের সাহায্য করার জন্য আপনাদের বন্ধুদেরও ইনভাইট করবেন।
আর কিছু বলার নাই। ফ্যান সংখ্যা ১-১.৫ লাখ করতে পারলেই এই ব্যান্ডকে এই দেশে নিয়ে আসার একটা ক্ষুদ্র প্রচেষ্টা করব। জানি অনেক সময়ের ব্যাপার।
তারপরও চেষ্টা করব। আপনাদের সাহায্যে একদিন সফল হবই হব।
অনেকক্ষণ বকবক করলাম। এইবার অফ যাবো। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনাদের মূল্যবান সময় এবং কিছু পরিমাণ ডাটা ব্যয় করিয়ে দেওয়ার জন্য।
(বি.দ্র.: আপনাদের মধ্যে কেউ যদি নিষ্ঠার সাথে কাজ করার জন্য এডমিন হতে চান তাহলে আপনাদের সেই সদিচ্ছা কেও আমি আনন্দের সাথে গ্রহণ করব। আমি ৫-৬ জন এডমিন নিব যারা লিঙ্কিন পার্কের বড় ফ্যান, সময় নিয়ে যারা একটু কাজ করতে পারবেন। যারা আগে কোন পেজ এর এডমিন হিসেবে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। )
আস্সালামুআলাইকুম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।