আমাদের কথা খুঁজে নিন

   

করমেলা সোমবার শুরু

১৬ থেকে ২২ সেপ্টেম্বর সাত দিনব্যাপী ঢাকাসহ সব বিভাগীয় শহরে এই মেলা অনুষ্ঠিত হবে। তবে পার্বত্য জেলাগুলো ছাড়া অন্য সব জেলা শহরে দুই দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে।
এবার মেলা থেকে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩০ শতাংশ।
রাজধানীতে আয়কর মেলা বসবে বেইলি রোডের অফির্সার্স ক্লাবে। সোমবার সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলা উদ্বোধন করবেন।


আয়কর মেলার বিষয়ে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়কর বিষয়ে দেশের মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে কয়েক বছর ধরে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে।
“এবার আমরা মেলা থেকে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরেছি এক হাজার একশ কোটি টাকা। আশা করি এই টার্গেট পূরণ হবে। ”
ট্যাক্স নেট বাড়িয়ে করের পরিমাণ বাড়ানোই মেলার প্রধান উদ্দেশ্য বলেও জানান গোলাম হোসেন।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।


“এ লক্ষ্যমাত্রা পূরণের জন্য সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালনের অংশ হিসেবেই আয়করা মেলা আয়োজন করা হচ্ছে। মেলার মাধ্যমে আয়কর প্রদানে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আদায় কার্যক্রমকে সহজ করাও অন্যতম উদ্দেশ্য। ” ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (ইটিআইএন) সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, পহেলা জুলাই থেকে এখন পর্যন্ত ৫৩ হাজার নতুন করাদাতা নিবন্ধন করেছেন।
এটা কর সংস্কৃতির উন্নয়নের ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি।
এবারের মেলায় থিম নির্ধারণ করা হয়েছে-ইন্টারনেটে টিআইএন রেজিস্ট্রেশন একেবারেই সোজা।


১৫ সেপ্টেম্বর আয়কর দিবস
এনবিআর চেয়ারম্যান জানান,  বরাবরের মতো এবারও ১৫ সেপ্টেম্বর, রোববার ‘জাতীয় আয়কর দিবস’ উদযাপন করবে এনবিআর। আয়কর দিবসে দেশের ২০ সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হবে।
রোববার সকাল ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সামনে আয়কর দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান এতে নেতৃত্ব দেবেন।
সকাল সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ২০ করদাতাকে সম্মাননা এবং ট্যাক্স কার্ড প্রদান করা হবে।


 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।