আমাদের কথা খুঁজে নিন

   

.............পাকিস্তানীরাই এদেশের সাম্প্রতিক অরাজকতার জন্য দায়ী



বাংলাদেশের কিছুদিন আগেও যে অরাজক পরিস্থিতির সৃস্টি হয়েছিল তার হোতা কারা আমরা কি জানার চেস্টা করেছি ?! আমাদের বিগত কিছুদিনের বিশৃঙ্খলা তৈরী করেছে এদেশে ব্যাবসায়িক কারনে বসবাসকারী পাকিস্তানীরা । কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আর তার পেছনের উদ্দেশ্য অনুসন্ধান করলেই এর সত্যতা উপলোব্ধি করা যায় । 1/ বগুড়ায় 10 ট্রাক যুদ্ধাস্ত্র উদ্ধার, 2/ চিটাগাঙের বিসিআইসির ঘাট থেকে নৌকা বোঝাই যুদ্ধাস্ত্র উদ্ধার, 3/ বাংলা ভাই গং দের মৌল্লবাদী সন্ত্রাসী কর্মকান্ড 4/ আওয়ামী লিগের মিটিংয়ে গ্রেনেড হামলা 5/পার্বত্য চট্রগ্রামে হেরোইনের পপি ফুলের ক্ষেত আর সাথে যুদ্ধাস্ত্র উদ্ধার, 6/ নিজেদের পছন্দের দল বা গোষ্ঠিকে ক্ষমতায় বসানোর চেষ্টায় সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন আরো বিবিধ ঘটনায় এদেশে বসবাস কারী পাকিস্তানীরা জড়িয়ে পড়েছে, এমন ধারনার যথেষ্ট যুক্তি আছে । এর পেছনে আইএসআই র জড়িত থাকার সম্ভাবনা যথেষ্ট যৌক্তিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।