কি আর হবে অঙ্গে ধরে নকল রুপের বায়না.... ও রুপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না
মা বলেন – ‘কবিদের জীবন তো দুঃখ-নীলাচল
কবি মানেই তো প্রবল অর্থাভাব,
দারিদ্র রেখার ওপরে যাপিত জীবন।
কবি মানেই তো ঘরে চাল নেই
মনের ভিতরে শুধু বিমূর্ত বিরহী আকাশ;
কবিদের জীবন তো বিম্বিত ধূসর অশ্রু-শতদল’।
বন্ধুদের কাছে কবি মানে
নিশ্চুপ নিভৃত কোনে পড়ে থাকা কেউ;
উসকো খুসকো চুল , পাঞ্জাবী, কাধে ঝোলানো চটের ব্যাগ।
কবি মানেই তো-‘নাহ, ও কেমন যেন! মেলেনা ওর সাথে কিছুতেই’।
পৃথিবী কাব্যের সুস্থিত সৌন্দর্যের বাঙময় ভাষা বোঝে না
যতোটা না বোঝে আত্মপ্রচারের কদর্য বচন।
সব সতর্কবাণী উপেক্ষা করে তবুও
দৃশ্যপটে শুধুই কবিতা ভেসে ওঠে।
ভুল বোঝা মানুষের ক’জনই বা বোঝে -
কবিতা মানে পুরাতন জীর্ণ অস্থি দিয়ে নতুন সৃষ্টির আনন্দ;
আর কবি মানেই তো সেই আনন্দের এক জ্যোতির্ময় মহান স্রষ্টা।
( এক জ্যোতির্ময় মহান স্রষ্টা, ১১/০৯/২০১৩, সকালঃ ১০ টা ৩০ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।